Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জানুয়ারি ২০২১

সিলেট অঞ্চলে আঞ্চলিক কর্মশালা


প্রকাশন তারিখ : 2021-01-11

 

অতিরিক্ত পরিচালকের কার্যালয়, সিলেট অঞ্চল ও কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প, ডিএই, খামারবাড়ি ঢাকার উদ্দোগে অতিরিক্ত পরিচালকের কার্যালয়, সিলেট এর হল রুমে গত ০৪.০১.২০২১ খ্রি: তারিখে সিলেট অঞ্চল ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষি মন্ত্রনালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ জনাব দিলীপ কুমার অধিকারী, অতিরিক্ত পরিচালক, ডিএই, সিলেট; মূল প্রবন্ধ পাঠ করেন কৃষিবিদ জনাব মোখলেছুর রহমান।

 

প্রধান অতিথি মহোদয় বলেন সিলেট অঞ্চলে কন্দাল ফসল আবাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, আর এ সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা এ বিষয়ে যথেষ্ট উদ্দোগী হতে হবে। সিলেটের বিভিন্ন উপজেলায় অনাবাদি জমি চিহ্নিত করে সেসব জমিতে সময়োপযোগী কন্দাল ফসল আবাদের ব্যবস্থা করতে হবে। মানীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে সে লক্ষে আমাদের সবাইকে এক যোগে কাজ করে যেতে হবে। উক্ত কর্মশালায় সভাপত্তি¡ করেন কৃষিবিদ জনাব সালাহ্ উদ্দিন, উপপরিচালক, ডিএই, সিলেট।